কুরআনের আরবী আয়াত সর্বদা অপরিবর্তিত থাকবে। কিন্তু, কিছু কিছু অর্থ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে উন্নত হবে। জ্ঞান-বিজ্ঞানের যত বেশি উন্নতি সাধন হবে কুরআনের বক্তব্য বুঝা তত বেশি সহজ হবে। কুরআনের অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাকে আরও যুগোপযোগী করে আল কুরআনের সঠিক জ্ঞান বা তথ্যকে সমগ্র বিশ্বমানবতার কল্যাণে তুলে ধরতে কুরআন রিসার্চ ফাউন্ডেশন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে- ‘‘যুগের জ্ঞান ও সঠিক মূলনীতিভিত্তিক তাফসীর অনুষ্ঠান’’ শিরোনামে মহা-গ্রন্থ আল কুরআনের নিয়মিত তাফসীর অনুষ্ঠান।
কুরআন রিসার্চ ফাউন্ডেশন গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে, দেশ এবং দেশের বাইরে একদল যোগ্য গবেষক তৈরি করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘‘কুরআন রিসার্চ ফেলোশীপ প্রোগ্রাম’’ চালু করেছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত ওলামা-মাশায়েখগণ নির্ধারিত র্ফম পূরণের মাধ্যমে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। তিনটি সেমিস্টারে সম্পূর্ণ প্রোগ্রামের সময়কাল মোট ১৮ মাস। প্রোগ্রাম চলাকালীন সময়ে বিষয়ভিত্তিক, মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করে ফেলো অব কুরআন রিসার্চ ফাউন্ডেশন (FQRF) ডিগ্রি প্রদান করা হবে।
কুরআন রিসার্চ ফাউন্ডেশন গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে, দেশ এবং দেশের বাইরে একদল যোগ্য গবেষক তৈরি করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ‘‘কুরআন রিসার্চ ফেলোশীপ প্রোগ্রাম’’ চালু করেছে। জেনারেল শিক্ষিত ব্যক্তিগণ নির্ধারিত র্ফম পূরণের মাধ্যমে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। তিনটি সেমিস্টারে সম্পূর্ণ প্রোগ্রামের সময়কাল মোট ১৮ মাস। প্রোগ্রাম চলাকালীন সময়ে বিষয়ভিত্তিক, মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করে ফেলো অব কুরআন রিসার্চ ফাউন্ডেশন (FQRF) ডিগ্রি প্রদান করা হবে।
লেখকগণ পারেন সমাজের প্রতিটি স্তরে সঠিক এবং নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিতে। ভুল জ্ঞান অর্জিত হলে মানুষ ভুল পথে পরিচালিত হয়ে এবং সঠিক জ্ঞান অর্জিত হলে মানুষ সঠিক পথে পরিচালিত হয়। কুরআন রিসার্চ ফাউন্ডেশন নিয়মিত লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে মাসিক সাহিত্য সভার মাধ্যমে জ্ঞানের জগতে সংস্কারের কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেশ-বিদেশের বিভিন্ন স্তরের লেখক, কবি, সাহিত্যিক নিয়মিত মাসিক সাহিত্য সভায় যুক্ত হতে পারেন।
করআন রিসার্চ ফাউন্ডেশন পরিচালিত যুগোপযোগী সহজ পদ্ধতিতে "সহীহ সাধারণ কুরআন তিলাওয়াত ও অনুবাদ শিক্ষা " কোর্সে ঘরে বসেই অনলাইন ক্লাসের মাধ্যমে কোনো রকম জটিলতা ছাড়াই খুব সহজেই উদ্বোধনী ক্লাসসহ ৪৫ মিনিট সময়সীমার মাত্র ১১ টি ক্লাসে পরিপূর্ণভাবে সহীহ কুরআন তিলাওয়াত এবং সাথে সাথে কুরআনের অনুবাদ শেখা সম্ভব। ।
সম্পূর্ণ নতুন ধরনের কুর'আন শিক্ষার অনলাইন কোর্স। ঘরে বসেই শিখতে পারবেন অতি অল্প সময়ে সহজতম পদ্ধতিতে সহীহ তেলাওয়াত, কুরআনিক আরবী গ্রামার, কুরআনের জ্ঞান অর্জনের মূলনীতি ও ইসলামের মৌলিক শিক্ষা এবং কুরআন বুঝার সহায়ক হিসেবে মানব শরীর বিজ্ঞান ( Human Biology )।